Biography of jogindranath sarkaritel

Home / Celebrity Biographies / Biography of jogindranath sarkaritel

He published nursery rhymes in contemporary children's magazines such as Sakha, Sakhi, Mukul, Balak Bandhu, Balak, Sandesh, etc. [Sushanta Sarker]

প্রকাশের পরক্ষণেই সংকলন-গ্ৰন্থটির বিপুল কাটতি থেকে একথা নিশ্চিতভাবেই বলা যায় যে প্রকাশকের ‘মহৎ উদ্দেশ্য’ আংশিকভাবে নয়, সম্পূর্ণরূপেই সফল হয়েছিল। শুধু তাই নয় বিপুল জনপ্রিয়তায় ‘বন্দেমাতরম’ দ্বিতীয় ভাগ প্রকাশ করতে হয়। সেই গ্ৰন্থের নিবেদন অংশে যোগীন্দ্রনাথ স্পষ্টতই লিখছেন– ‘বর্তমান স্বদেশী আন্দোলনকে উপলক্ষ করিয়া অনেক স্বদেশ ভক্ত সুকবি সম্প্রতি অনেকগুলি উচ্ছ্বাসপূর্ণ সংগীত রচনা করিয়াছেন। এই সকল সংগীতের অধিকাংশ এই খণ্ডে প্রকাশিত হইল।’ ‘বন্দেমাতরম’ দ্বিতীয় ভাগও সমাদৃত হয়েছিল। এমনকী প্রথম ভাগের ক্রেতাদের জন্য দ্বিতীয় ভাগের অর্ধেক মূল্য ধার্য হয়। উল্লেখ্য বিষয়, এই বই বিক্রির অর্থমূল্য যোগীন্দ্রনাথ দান করেন স্বদেশী আন্দোলনের জন্য সংগৃহীত অর্থ ভাণ্ডারে।

আবীর কর

তিন তিনবার পুনর্মুদ্রণ, একমাসের মধ্যে। আদতে একমাসেও নয়। মাত্র ২২ দিনে তিনবার পুনর্মুদ্রণ। সেই পুনর্মুদ্রণ আজকের হিস্যা হিসেবে নয়। প্রতি মুদ্রণে ২০০০ কপি করে। সময়কাল ১৯০৫। বঙ্গভঙ্গের বাতাবরণে ৫ সেপ্টেম্বর, ১৪ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ ২২ দিনে ৬০০০ কপি বইয়ের পুনর্মুদ্রণ। বইটি হল স্বদেশী গান-কবিতার সংকলন ‘বন্দে মাতরম্‌’। সংকলক তথা প্রকাশক যোগীন্দ্রনাথ সরকার। যোগীন্দ্রনাথের নিজস্ব প্রকাশনা সংস্থা ‘সিটি বুক সোসাইটি’ থেকে প্রকাশিত হয়েছিল ‘বন্দে মাতরম্‌’ বইটি। বইটির ভূমিকা লেখেন সখারাম গণেশ দেউস্কর। কবি ও গীতিকারদের মধ্যে অন্যতম ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, সরলা দেবী, প্রমথনাথ রায়চৌধুরী, নবীনচন্দ্র সেন প্রমুখ। সংকলন-গ্রন্থটির নান্দীমুখে সংকলিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম্‌’ গানটি। দেশাত্মবোধক গান-কবিতা মিলিয়ে সর্বাধিক রচনা সংকলিত হয়েছে রবীন্দ্রনাথের।

যোগীন্দ্রনাথের দেশাত্মবোধের পরিচয়বাহী কাজের আর এক অন্যতম দৃষ্টান্ত ‘ভারত গৌরব গ্রন্থাবলী’। ‘সিটি বুক সোসাইটি’ প্রকাশিত এই গ্রন্থ-সিরিজে খ্যাতিমান ভারতীয় ব্যক্তিত্বের জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই গৌরবগাথা রচনায় লেখক, সম্পাদক এবং সর্বোপরি প্রকাশকের ভূমিকায় ছিলেন যোগীন্দ্রনাথ। যোগীন্দ্রনাথের কলমে লেখা হয়– ‘দয়ানন্দ সরস্বতী’, ‘মহর্ষি দেবেন্দ্রনাথ’, ‘রামমোহন রায়’, ‘বিদ্যাসাগর’ নামক গ্রন্থগুলি; এছাড়াও এই গ্রন্থ-সিরিজে প্রকাশিত হয়েছিল সখারাম গণেশ দেউস্করের ‘মহামতি রানাডে’, হেমেন্দ্রপ্রসাদ ঘোষের ‘বঙ্কিম-জীবনী’। তাছাড়া ‘প্রতাপ সিংহ’, ‘আকবর’, ‘বুদ্ধদেব’, ‘অশোক’, ‘শিবাজী’-র পাশাপাশি ‘কেশবচন্দ্র’ কিংবা ‘অক্ষয়কুমার দত্ত’ শিরোনামে ‘ভারত গৌরব গ্রন্থাবলী’র বিজ্ঞাপন থেকে বোঝা যায় সেই সময় উক্ত গ্রন্থগুলিও প্রকাশিত হয়েছিল; অথবা প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল।

যোগীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টিকে রবীন্দ্রনাথ নানাভাবে সমর্থন জুগিয়েছেন, বিশেষত শিশুদের জন্য যে সাহিত্য উপহার তা রবীন্দ্রনাথের সম্ভ্রম আদায় করেছিল। শিশুদের জন্য যোগীন্দ্রনাথ লিখলেন ‘সপ্তকান্ড রামায়ণ’। সচিত্র সুন্দর গ্রন্থখানা দেখে রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া– ‘শিশুকালে কৃত্তিবাসের রামায়ণ পড়েছি– বটতলায় ছাপা। তাই আমাদের যথেষ্ট ছিল। এখন ছেলেরা ছাপাখানা থেকে প্রচুর প্রশ্রয় পেয়েছে। যোগীন্দ্রবাবুই তার প্রথম শুরু করেছেন। এখন ছেলেদের মানসিক ভোজে সাজ-সজ্জার আয়োজন অনেক বেশি দরকার হয়েছে, নইলে তাদের রুচি হয় না। তাই কৃত্তিবাসকে আধুনিক সাজে সাজিয়ে বের করতে হল– নইলে তাঁর নির্বাসন দণ্ড সইতে হত। ভালো কাগজ, মোটা অক্ষর, তার উপরে ছবি, বৃদ্ধকে বেশ নবীন দেখতে হয়েছে। আশা করা যায় ছেলেরা প্রথমটা বাইরের চেহারা দেখে ভুলবে, তারপরে ভিতরে রসের সন্ধান পাবে। কৃত্তিবাসের রামায়ণ যদি বাঙ্গালী ছেলেমেয়েরা না পড়ে তবে তার পক্ষে শোচনীয় আশঙ্কা তাদের পক্ষে আর কিছু হতে পারে না। সেই পড়বার পথ যোগীন্দ্রবাবু মনোরম করে দিয়েছেন– এটা একটা সৎকীর্তি।’

যোগীন্দ্রনাথ সরকার একজন সুপ্রসিদ্ধ শিশুসাহিত্যিক– একথা অনস্বীকার্য। মৌলিক রচনার পাশাপাশি, তিনি শিশুসাহিত্য সৃষ্টির প্রথম প্রহরে শিশুদের জন্য তৈরি করেছেন প্রয়োজনীয় সংকলন গ্রন্থ। এবং সেসব গ্রন্থকে যথাসাধ্য শিশুমনের কাছাকাছি করে ছেপেছেন। পাশাপাশি আজ তার প্রয়াণ দিবসে একথা ভুলে গেলে চলবে না, শিশুসাহিত্যের সমান্তরালে তিনি দেশবাসীর দেশাত্মবোধ জাগরণে ‘বন্দেমাতরম’ -এর মতো সংকলন গ্রন্থ উপহার দিয়েছেন, উপহার দিয়েছেন রবীন্দ্রনাথের ‘গান’।

In addition, he wrote schoolbooks for children, among them Jvanamukul (1890), Charupath, Shiksa Savchay etc.

His books of poems include Khukumanir Chhada (1899) and Hasirashi (1899), illustrated with pictures.

Jogindranath started teaching at the City Collegiate School and became interested in children's literature. Though born at Natra, 24-Parganas, his ancestral home was jessore.

biography of jogindranath sarkaritel

“অ-য়ে অজগর আসছে তেড়ে, আমটি আমি খাব পেড়ে”। বইয়ের পাতা থেকে আচমকাই মনের মধ্যে এসে গুনগুন করে ওঠে শৈশবের স্মৃতিগুলি। তারপর ঈগল পাখির ভয়ে থাকা ইঁদুর ছানাটিকে সঙ্গী করে মুখ তোলা উটের পিঠে চড়ে পাড়ি দেওয়া আরো বড়ো এক সমুদ্রের দিকে। যোগীন্দ্রনাথ সরকারের (Jogindranath Sarkar) ‘হাসিখুসি’-র মাধ্যমে বুনিয়াদি শিক্ষার শুরু তো এভাবেই। অক্ষর চেনার এর চেয়ে বিকল্প কোনো হাসি-খুশির পদ্ধতি বাংলায় আবিষ্কার হয়নি আজও।

তবে যোগীন্দ্রনাথ সরকারের কৃতিত্ব শিশুশিক্ষার পরিধি থেকে অনেক বিস্তৃত। মদনমোহন তর্কালঙ্কারের ‘পাখি সব করে রব’ কিংবা স্কুল বুক সোসাইটির ‘নীতিকথা’-র দিন পেরিয়ে বাংলা শিশুসাহিত্য সন্ধান করছিল এক নতুন যুগের। শুকনো নীতিকথা নয়, শিশুর মনস্তত্ব ও তার বিকাশের সঙ্গে যেন মিশে যেতে পারে সেই সাহিত্য। কল্পনার ডানায় ভর দিয়ে দেবে এক মস্ত উড়ান। উনিশ শতকের শেষ লগ্নে কেশবচন্দ্র সেনের ‘বালক বন্ধু’, প্রমাদচরণ সেনের ‘সখা’, শিবনাথ শাস্ত্রীর ‘মুকুল’, জ্ঞানদানন্দিনী দেবীর ‘বালক’-এর মতো পত্রিকার ধারাবাহিক প্রকাশ বাংলা শিশুসাহিত্যে নিয়ে আসে নতুন যুগের বার্তা। ১৮৯১ সালে প্রকাশিত হয় যোগীন্দ্রনাথের সচিত্র গ্রন্থ ‘হাসি ও খেলা’। সৃজনশীলতায় পরিপূর্ণ এক আশ্চর্য স্কুলপাঠ্য গ্রন্থ, যা বাঙালি আগে দেখেনি কখনও। ‘নিবেদন’ অংশে যোগীন্দ্রনাথ আশা করেছিলেন, “সাধারণের উৎসাহ পাইলে শীঘ্রই ‘ছবি ও গল্প’ নামের আরও একখানি সচিত্র গৃহপাঠ্য পুস্তক প্রকাশ করিবার ইচ্ছা রহিল।”

১৮৯৯-এ প্রকাশিত ‘খুকুমণির ছড়া’য় তুলে আনলেন বাংলার লোকসাহিত্যের বিচিত্র ভাণ্ডার। পাঠ্যপুস্তক আর গল্পের বইয়ের মধ্যে ভাষার ব্যবধান মুছে তাঁর গ্রন্থগুলি হয়ে উঠল শিশুমনের অসংখ্য প্রশ্নের উত্তরমালা। অনুপ্রেরণা পেয়েছিলেন বিদেশি সাহিত্য থেকেও। কিন্তু অনুবাদের গুণে সেগুলি মিশে গেছে বাংলার শিকড়ের সঙ্গেই। যেমন ‘হারাধনের দশটি ছেলে’ ছড়াটির মূল অবলম্বন আইরিশ সাহিত্যের ‘টেন লিটল নিগার বয়েজ’। কিন্তু দেশীয় পরিবেশ ও সংস্কৃতির মান্যতায় হারাধনের সন্তানেরা বাংলায় প্রায় প্রবাদের মর্যাদা পেয়েছে। তাদের দুর্ভাগ্য আর পরিণতি ছড়িয়ে গেছে মুখে মুখে। একই সঙ্গে যেন সংখ্যা গণনা শেখার আদর্শ পাঠ এই ছড়া।

আরও পড়ুন
শিশুসাহিত্যপাঠ আর রুকু-টিপু ও গোলাপীবাবুর গল্প

অবশ্য শুধু পাঠ্যপুস্তকের তালিকা দেখলে ভুল হবে। মোট সত্তরটি বই লিখেছিলেন তিনি, যার মধ্যে ছোটোদের রামায়ণ ও ছোটোদের মহাভারত-সহ বেশ কিছু পুরাণ কাহিনি। একদিকে ভারতের প্রাচীন সাহিত্যের সঙ্গে সহজবোধ্যভাবে পরিচয়, অন্যদিকে নৈতিক চরিত্রগঠনের প্রচেষ্টার মেলবন্ধন ঘটেছিল এগুলিতে। ‘বন্ধু’ রবীন্দ্রনাথ আশীর্বাদ করেছিলেন এই বলে, “ছেলেদের যেমন চাই দুধ ভাত, তেমনি চাই গল্প।...

After passing the Entrance examination from Deoghar High School, Jogindranath was admitted to Calcutta City College. However, he could not complete his studies. His book Hasikhushi (1897) immediately made him popular. He also edited Mukul, a children's magazine.

যোগীন্দ্রনাথ সরকার

যোগীন্দ্রনাথ সরকার (১৮৬৬ খ্রিষ্টাব্দ ; ১২ কার্তিক ১২৭৩ বঙ্গাব্দ – ১৯৩৭ খ্রিষ্টাব্দ ; ১২ আষাঢ় ১৩৪৪ বঙ্গাব্দ) (ইংরেজি: Jogindranath Sarkar) একজন খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক । প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে তাঁর বইগুলি ছোটদের মনোরঞ্জন করে আসছে ।

প্রথম জীবন
চব্বিশ পরগণার নেত্‌রাতে তিনি জন্মগ্রহন করেন । তাঁর আদি নিবাস যশোহর । তাঁর পিতার নাম নন্দলাল সরকার । নন্দলাল সরকার যশোরের একটি দরিদ্র কায়স্থ পরিবারের মানুষ ছিলেন । তিনি পরবর্তী কালে খুলনার জয়নগরে থাকতে আরম্ভ করেন । বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার যোগীন্দ্রনাথ সরকারের দাদা । যোগীন্দ্রনাথ সরকার ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন । দেওঘর উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কলকাতা সিটি কলেজে ভর্তি হন । কিন্তু তিনি নিজের প্রথাগত পড়াশোনা শেষ করতে পারেন নি ।

কর্মজীবন ও সাহিত্যপ্রতিভা
সিটি কলেজিয়েট স্কুলে তিনি শিক্ষকতা করতে আরম্ভ করেন মাত্র পনের টাকা বেতনে । এ সময় থেকেই তিনি শিশু সাহিত্যের প্রতি আগ্রহী হন এবং শিশুসাহিত্য রচনা আরম্ভ করেন । আজগুবী ছড়া রচনায় তিনি খুব দক্ষ ছিলেন । তাঁর সঙ্কলিত বই হাসি ও খেলা ১৮৯১ সালে প্রকাশিত হয় । তিনি সখা, সখী, মুকুল, বালকবন্ধু, বালক, সন্দেশ প্রভৃতি ছোটদের পত্রিকায় লিখতেন । তিনি মুকুল পত্রিকাটি সম্পাদনাও করেছিলেন ।

তিনি ছবির সাহায্য অক্ষর চেনাতে সচেষ্ট হয়েছিলেন । তাঁর কবিতাগুলির সাথে সুন্দর ছবি থাকত যা ছোটদের মনে এক কল্পনার জগৎ সৃষ্টি করত । ছোটদের জন্য লেখা বিদেশী উদ্ভট ছন্দ ও ছড়ার অনুসরনে তিনি হাসি রাশি নামে একটি সচিত্র বই প্রকাশ করেন । এর সাথে সাথেই ১৮৯৯ খ্রিষ্টাব্দে তাঁর সংগৃহিত খুকুমনির ছড়া প্রকাশিত হয় । তাঁর রচিত হাসিখুসি (১৮৯৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত) বইটিই সবচেয়ে জনপ্রিয় হয়েছিল । তাঁর রচিত ও সঙ্কলিত ৩০টি ছোটদের গল্প ও ছড়ার বইয়ের মধ্যে ছড়া ও ছবি, রাঙাছবি, হাসির গল্প, পশুপক্ষী, বনে জঙ্গলে, গল্পসঞ্চয়, শিশু চয়নিকা হিজিবিজি প্রভৃতি উল্লেখযোগ্য । ছোটদের উপযোগী ২১টি পৌরানিক বই এবং জ্ঞানমুকুল, সাহিত্য, চারুপাঠ, শিক্ষাসঞ্চয় প্রভৃতি ১৩-১৪টি স্কুলপাঠ্য বই তিনি রচনা করেছিলেন । ৫ সেপ্টেম্বর ১৯০৫ খ্রিষ্টাব্দে বন্দেমাতরম্ বলে একটি জাতীয় সঙ্গীত সংগ্রহ প্রকাশ করেছিলেন ।

১৮৯৬ খ্রিষ্টাব্দে যোগীন্দ্রনাথ সিটি বুক সোসাইটি নামে প্রকাশনা সংস্থা স্থাপন করেন । এই প্রকাশনা সংস্থা থেকেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরির প্রথম বই ছেলেদের রামায়ন প্রকাশিত হয়েছিল ।

১৯২৩ খ্রিষ্টাব্দে তিনি পক্ষাঘাত রোগে আক্রান্ত হন । কিন্তু তবুও তিনি রচনা ও প্রকাশনার কাজ করে গিয়েছিলেন ।

সূত্র: ৪

একটা সময় পর্যন্ত বাঙালি ঘরের শিশুশিক্ষার পাঠ শুরু হত ‘হাসিখুসি’-তে। এখনও হয় নিশ্চয়ই। তবে যুগের সঙ্গে ইংরেজি শিক্ষার বাড়বাড়ন্তে যেন ক্রমশ মলিন হয়ে যাচ্ছে অক্ষর চেনার সেই প্রথম সুরটি। কী সেই সুর?

In 1896 Jogindranath established the City Book Society, which published upendra kishore roychowdhury's first book, Chheleder Ramayana. Jogindranath's other books for children include Chhabi-O-Galpo (1892), Rabga Chhabi (1896) Pashu-Paksi (1911), Bane-Jabgale (1929), Galpa Savchay, Shishu Chayanika, Hijibiji etc.

He attempted to teach the alphabet through pictures. His illustrated poems depicted a world of fantasy to amuse children. In Hasirasi Jogindranath imitated English versification. কিন্তু তাদের ঘরের মধ্যে গপ্‌প নেই। এই গল্পের দুর্ভিক্ষ নিবারণের জন্যে যাঁরা কোমর বেঁধেছেন তাঁদের মধ্যে অগ্রগণ্য যোগীন্দ্রনাথ।” আবার ১৯১১ সালে প্রকাশিত ‘পশু-পক্ষী’ গ্রন্থটিতে রয়েছে চমৎকার বৈজ্ঞানিক ভিত্তি। ‘মজার মুল্লুক’-এর সব পেয়েছির দেশে পৌঁছোতে হয় কল্পনায় ভর দিয়ে। কারণ সেখানে, “চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার”।

আরও পড়ুন
স্বল্পমূল্যে একের পর এক চিরায়ত সাহিত্য; বইপাড়ার ‘ডার্ক হর্স’ রিফ্লেক্ট পাবলিকেশনের গল্প

একই সময়ে শিশুসাহিত্যের মানচিত্রে উপস্থিত ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ‘সিটি বুক সোসাইটি’ থেকেও প্রকাশিত হয়েছিল তাঁর গ্রন্থ। এছাড়াও দ্বিজেন্দ্রলাল বসু, কুলদারঞ্জন রায়, অমৃতলাল গুপ্তের মতো শিশুসাহিত্যিকদের গ্রন্থ প্রকাশিত হয়েছে এখান থেকে। বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলনের সময় কাহিনি সংকলন ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে শিশুমনে গেঁথে দিয়েছিলেন দেশাত্মবোধের বীজ। এই সময়ের পর থেকে অবশ্য তাঁর লেখালেখির মূল ঝোঁকটি পড়ে পৌরাণিক কাহিনির দিকে। ১৯২৩ সালে উচ্চরক্তচাপে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান তিনি। তাতেও থামেনি কাজ। তিনি মুখে মুখে বলে চলতেন, আর স্ত্রী গিরিবালা দেবী লিখে রাখতেন খাতায়। প্রুফও দেখতেন নিজেই। অবশেষে ১৯৩৭ সালে মৃত্যু ঘটে যোগীন্দ্রনাথের। 

বাংলার শিশুশিক্ষা ও শিশুসাহিত্য ঋণের শেষ নেই তাঁর কাছে। বদলে হয়তো ফিরিয়ে দিতে পারেনি কিছুই। ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থার রমরমায় কোথায় যেন লুকিয়ে পড়ছে তাঁর অক্ষরমালারা। এটাই ভবিতব্য কিনা জানা নেই। তবু তাঁর জন্মের সার্ধশতবর্ষ পেরিয়ে দুর্বল আলোর সামনে মাথা দুলিয়ে ‘হাসিখুসি’ পড়ে কোনো শিশু। রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে কল্পনা করে পশু-পাখির দেশের নাগরিক হিসেবে। বাংলার শিশুমনের এই কল্পনার রেশটুকু যতদিন আছে, ততদিন অমর থাকবেন যোগীন্দ্রনাথ সরকার। 

Powered by Froala Editor

Sarkar, Jogindranath (1866-1937) writer of children’s literature.